"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

Tuesday, September 27, 2016

আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।

আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে।
কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন
সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে
করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন
ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে
আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু
আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি
আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা
আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময়
বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার
সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার
উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না
আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা
বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন
করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর
করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে
তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়।
কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে
ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে
ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন
টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায়
খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন
টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের
সাথে সবসময় থাকতে চাই।
Share:

0 comments:

Post a Comment

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive