"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

Monday, October 10, 2016

ধর্ম যার যার উৎসব ও তাঁর তাঁর

"ধর্ম যার যার উৎসব ও তাঁর তাঁর "
সকল ধর্মের লোকই তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করুক এটাই সবার কাম্য হোক।@ Mohammad Mizanur Rahman / মোহাম্মদ মিজানুর রহমান
facebook.com/MohammadMizanurRahmanBD প্রতিষ্ঠাতা এবং সভাপতি / Founder & president বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti
facebook.com/MohammadMizanurRahmanBNS

১৭৫৭ সাল থেকে চলে আশা সনাতন ধর্মের শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti র পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।

লোভ আর ভোগ চাহে যারা, নাই তাদের ধর্ম জাতি
তাহাদের শুধু এক নাম আছে, রাক্ষস বলে খ্যাতি
হউক হিন্দু হোক ক্রীশ্চান হোক সে মুসলমান
ক্ষমা নাই তার, যে আনে তাহার ধারায় অকল্যান।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
মুসলিম যার নয়নমনি হিন্দু তাহার প্রান।
এক যে আকাশ মায়ের কোলে
সব রবি শশী দলে
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর তান।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ।
মুসলিম তার নয়ন-মনি, হিন্দু তাহার প্রাণ ।।
এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান ।।
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল ।
এক সে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মারে ডাকি, এক সুরে গাই গান ।।
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হ'লে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি ।
কাঁদব তখন গলা ধ'রে,চাইব ক্ষমা পরস্পরে,
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান ।।@কাজী নজরুল ইসলাম
বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti
facebook.com/BangladeshNagarikShakti 
Share:

0 comments:

Post a Comment

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive