"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

Tuesday, September 27, 2016

ছাত্রদের ডাকা হরতালে সদরঘাটের মাঝিরা বইঠা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলো

১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের সময় ১৭ সেপ্টেম্বর ছাত্রদের ডাকা হরতালে সদরঘাটের মাঝিরা বইঠা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলো। স্বাধীন দেশেও স্বৈরাচারবিরোধী সংগ্রামে ছাত্র ও সাধারণ মানুষ ছিল এক কাতারে। ভাষা আন্দোলনে মানুষ পয়সা দিয়ে আনতে হয়নি, মুক্তি যুদ্ধে যেতে দিতে হয় নায় কাউকে বুদ্ধি বা টাকা। ৬০ দশকের আন্দোলন, গণঅভ্যুত্থান,মুক্তিযুদ্ধে মানুষ জীবন বাজি রেখে গেছে। 
প্রধানমন্ত্রী'র বক্তব্য নাগরিকদের ব্যথিত করেছে। একজন প্রধান মন্ত্রী হিসাবে আমরা যারা দেশের নাগরিক তরা আশা কারি এখনো সময় আছে, মাননীয়া প্রধান মন্ত্রীর সুভ বুদ্ধির উদয় হবে। সুন্দরবন রক্ষার আন্দোলনে তরুণেরাই প্রধান শক্তি। তাঁদের প্রেরণা, প্রাণের টান বোঝার ক্ষমতা থাকলে সুন্দরবন নিয়ে ছিনিমিনি খেলার উদ্যোগ দেখা যেতো না। এই যে ২৬ আগস্ট, মাত্র ২ দিন আগে শহীদ মিনারে পাদদেশে হাল চাই স্লগানে মুখরিত হল। এই স্লগান দিতে যেমন কাউকে টাকা দিয়া আনতে হয় নায়, ঠিক তেমনই দেশের নাগরিক বৃন্দ সময় ক্ষেপণ করে সুযোগ দিচ্ছে, না হয় ঠিক সময় মতো তাঁরা গর্জে উঠবে আবার। ছিনিয়ে নিতে জা নে বাংলার মানুষ তাঁদের অধিকার।দয়া করে ইতিহাস ভুলে যাবেননা। ইতিহাস কিন্তু ক্ষমার নয়।
facebook.com/BangladeshNagarikShakti  
Share:

0 comments:

Post a Comment

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive