"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

Thursday, October 6, 2016

আমিই বাংলাদেশ! নাম আমার লজ্জা!


আমিই বাংলাদেশ!আমার ডাক নাম লজ্জা! আমি বিশ্বজিত,আমি অভিজিত,আমি নাদিয়া,আমি তনু,আমি খাদিজা,আমি রাজন,আমি ব্যার্থ ছাএ,আমি পশ্নপএ না পাওয়ার হত দরিদ্র! আমি অবিরাম বাংলার মুখ!আমি লাল সবুজের কফিন!আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন! আমি পাতানো নির্বাচন! আমি স্বাধীন দেশের পরাধীন জনগন! আমি আন্তর্জাতিক নিরাপরাধ ট্রাইবুনাল! আমি শেয়ার বাজার,ডেসটিনি,হলমার্ক,রিজার্ভ চুরি! আমি বাসে ধর্ষিতা মাজেদা! আমি ছেলের সামনে ধর্ষিতা মা! আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন! আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ! আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না! আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ! আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ! আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায় গরীব কর্মচারী! আমি শিল্পী হয়ে ও স্তব্দ আসিফ আর মনির খান!আমি দৈনিক আমার দেশ, ইসলামিক ও দিগন্ত টিভি! আমি শত্রু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্দার লন্ঝ ডুবি! আমি গুম হওয়া ইলিয়াস, আযমী,আরমান আর হুম্মাম! আমি সাগর-রুনির মেঘ! আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ!আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু! আমি শাপলা চত্বরের নির্মম গনহত্যা! আমি সাত খুন শীতলক্ষ্যার পাড়! আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে!
আমি অন্ধ,তাই আমার বিবেক দরজা বন্ধ। 

আমি অন্ধ,তাই আমার বিবেক দরজা বন্ধ। 

কচুয়া উপজেলা ৩ নং বিতারা ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক।মোঃনাছির পাটোওয়ারী।
https://www.facebook.com/profile.php?id=100004605495584 

Share:

0 comments:

Post a Comment

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive