"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

Thursday, October 6, 2016

তনু-মিতু-রিশা-খাদিজা, আরো যারা আছেন জীবিত, সকলেই একই নিয়মে নিরাপদ। দেখুন ভিডিও সহ

তনু-মিতু-রিশা-খাদিজা,বিচার হয়নি একটি হত্যাকান্ডেরও বর্তমান সরকার ক্ষমতায় আসায় অন্যতম প্রধান এজেন্ডা ছিলো সন্ত্রাস মোকাবিলা ও জননিরাপত্তা। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারলেও নারীর নিরাপত্তায় সরকারের ভুমিকা প্রশ্নবিদ্ধ। সেইসাথে মিডিয়াও একেকজনের ক্ষেত্রে একেকরকম পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছে।একের পর এক মেয়েরা ধর্ষন ও খুন হলেও বিচার হয়নি একটি ঘটনারও। প্রতিটি ঘটনায় খুনিরা পালিয়ে যেতে কিংবা ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। তনু – মিতু – রিশা হত্যাকান্ড। এবার নতুন যুক্ত হলো আলোচিত খাদিজা হত্যাকান্ড। এবারের খুনী প্রমানিত ছাত্রলীগ। এবার কি বিচার হবে? নাকি প্রতিবারের মতই ঘটনা ধামাচাপা পড়ে যাবে? নার্গিস মারা গেছে।সমস্যা কি?তনু,মিতু,আফসানা,রুনী সবাই তো মারা গেছে।জন্মিলে মরিতে হবে এইতো নিয়ম। আর সবাই যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে অস্বাভাবিক মৃত্যু হবে কার?লোকচক্ষুর অন্তরালে কত সহস্রবার এই চাপাতি চালাতে হয়েছে এই পদ পেতে বদরুলকে জানেন?কত হাজারবার চাপাতি শান দিতে হয়েছে তাকে চেতনাবিরোধীদের ক্যাম্পাস ছাড়াতে সে খবর কি আছে আপনার কাছে? কতবার ঐ হাত উঁচিয়ে জয়বাংলা শ্লোগান দিয়েছে জানেন? এই চাপাতিকোপ ট্রেনিং যে একদিন সকল বিরোধী নিধনে কতটা মূল্যবান হবে সে ধারণা আছে কি?আসুন, তনু,মিতু ও আফসানার মত আমরা এই নার্গিসকেও ভুলে যাই। নার্গিস মরার ছিল তাই মরেছে।আমরা চলো হেসেই বাঁচি।দেশটা গোল্লায় যাক। এই শপথে হোক সবার সুপ্রভাত।
https://www.facebook.com/MohammadMizanurRahmanBNS/photos/a.818999794823951.1073741828.817061015017829/1198063583584235
 

https://youtu.be/iZ-bFLjaRwQ

https://youtu.be/q-isfOupgh0

Share:

0 comments:

Post a Comment

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive