"বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

  • Bangladesh Nagarik Shakti

    "বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

  • Bangladesh Nagarik Shakti

    "বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

  • Bangladesh Nagarik Shakti

    "বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।

  • Bangladesh Nagarik Shakti

    "বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।.

  • Bangladesh Nagarik Shakti

    "বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagorik Shakti" একটি রাজনৈতিক দল।.

Monday, October 10, 2016

ধর্ম যার যার উৎসব ও তাঁর তাঁর

"ধর্ম যার যার উৎসব ও তাঁর তাঁর "
সকল ধর্মের লোকই তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করুক এটাই সবার কাম্য হোক।@ Mohammad Mizanur Rahman / মোহাম্মদ মিজানুর রহমান
facebook.com/MohammadMizanurRahmanBD প্রতিষ্ঠাতা এবং সভাপতি / Founder & president বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti
facebook.com/MohammadMizanurRahmanBNS

১৭৫৭ সাল থেকে চলে আশা সনাতন ধর্মের শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti র পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।

লোভ আর ভোগ চাহে যারা, নাই তাদের ধর্ম জাতি
তাহাদের শুধু এক নাম আছে, রাক্ষস বলে খ্যাতি
হউক হিন্দু হোক ক্রীশ্চান হোক সে মুসলমান
ক্ষমা নাই তার, যে আনে তাহার ধারায় অকল্যান।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
মুসলিম যার নয়নমনি হিন্দু তাহার প্রান।
এক যে আকাশ মায়ের কোলে
সব রবি শশী দলে
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর তান।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ।
মুসলিম তার নয়ন-মনি, হিন্দু তাহার প্রাণ ।।
এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান ।।
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল ।
এক সে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মারে ডাকি, এক সুরে গাই গান ।।
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হ'লে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি ।
কাঁদব তখন গলা ধ'রে,চাইব ক্ষমা পরস্পরে,
হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান ।।@কাজী নজরুল ইসলাম
বাংলাদেশ নাগরিক শক্তি / Bangladesh Nagarik Shakti
facebook.com/BangladeshNagarikShakti 
Share:

Thursday, October 6, 2016

আমিই বাংলাদেশ! নাম আমার লজ্জা!


আমিই বাংলাদেশ!আমার ডাক নাম লজ্জা! আমি বিশ্বজিত,আমি অভিজিত,আমি নাদিয়া,আমি তনু,আমি খাদিজা,আমি রাজন,আমি ব্যার্থ ছাএ,আমি পশ্নপএ না পাওয়ার হত দরিদ্র! আমি অবিরাম বাংলার মুখ!আমি লাল সবুজের কফিন!আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন! আমি পাতানো নির্বাচন! আমি স্বাধীন দেশের পরাধীন জনগন! আমি আন্তর্জাতিক নিরাপরাধ ট্রাইবুনাল! আমি শেয়ার বাজার,ডেসটিনি,হলমার্ক,রিজার্ভ চুরি! আমি বাসে ধর্ষিতা মাজেদা! আমি ছেলের সামনে ধর্ষিতা মা! আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন! আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ! আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না! আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ! আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ! আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায় গরীব কর্মচারী! আমি শিল্পী হয়ে ও স্তব্দ আসিফ আর মনির খান!আমি দৈনিক আমার দেশ, ইসলামিক ও দিগন্ত টিভি! আমি শত্রু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্দার লন্ঝ ডুবি! আমি গুম হওয়া ইলিয়াস, আযমী,আরমান আর হুম্মাম! আমি সাগর-রুনির মেঘ! আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ!আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু! আমি শাপলা চত্বরের নির্মম গনহত্যা! আমি সাত খুন শীতলক্ষ্যার পাড়! আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে!
আমি অন্ধ,তাই আমার বিবেক দরজা বন্ধ। 

আমি অন্ধ,তাই আমার বিবেক দরজা বন্ধ। 

কচুয়া উপজেলা ৩ নং বিতারা ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক।মোঃনাছির পাটোওয়ারী।
https://www.facebook.com/profile.php?id=100004605495584 

Share:

কবে কোথায় পাবেন আপনার স্মার্টকার্ডটি?

কবে কোথায় পাবেন আপনার স্মার্টকার্ডটি? 
৩ অক্টোবর থেকে ঢাকার উত্তরা ও রমনা থানার ভোটার ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের স্মার্টকার্ড দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ এসব এলাকার ভোটাররাই কেবল ওয়েবসাইট থেকে তাদের স্মার্টকার্ড বিতরণের তথ্য জানতে পারবেন।
www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিংকের অন্যান্য তথ্য ট্যাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।
এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC লিখে স্পেস দিয়ে NID শব্দটি লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে বলে জানান তিনি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এখনো এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।
Share:

তনু-মিতু-রিশা-খাদিজা, আরো যারা আছেন জীবিত, সকলেই একই নিয়মে নিরাপদ। দেখুন ভিডিও সহ

তনু-মিতু-রিশা-খাদিজা,বিচার হয়নি একটি হত্যাকান্ডেরও বর্তমান সরকার ক্ষমতায় আসায় অন্যতম প্রধান এজেন্ডা ছিলো সন্ত্রাস মোকাবিলা ও জননিরাপত্তা। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারলেও নারীর নিরাপত্তায় সরকারের ভুমিকা প্রশ্নবিদ্ধ। সেইসাথে মিডিয়াও একেকজনের ক্ষেত্রে একেকরকম পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছে।একের পর এক মেয়েরা ধর্ষন ও খুন হলেও বিচার হয়নি একটি ঘটনারও। প্রতিটি ঘটনায় খুনিরা পালিয়ে যেতে কিংবা ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। তনু – মিতু – রিশা হত্যাকান্ড। এবার নতুন যুক্ত হলো আলোচিত খাদিজা হত্যাকান্ড। এবারের খুনী প্রমানিত ছাত্রলীগ। এবার কি বিচার হবে? নাকি প্রতিবারের মতই ঘটনা ধামাচাপা পড়ে যাবে? নার্গিস মারা গেছে।সমস্যা কি?তনু,মিতু,আফসানা,রুনী সবাই তো মারা গেছে।জন্মিলে মরিতে হবে এইতো নিয়ম। আর সবাই যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহলে অস্বাভাবিক মৃত্যু হবে কার?লোকচক্ষুর অন্তরালে কত সহস্রবার এই চাপাতি চালাতে হয়েছে এই পদ পেতে বদরুলকে জানেন?কত হাজারবার চাপাতি শান দিতে হয়েছে তাকে চেতনাবিরোধীদের ক্যাম্পাস ছাড়াতে সে খবর কি আছে আপনার কাছে? কতবার ঐ হাত উঁচিয়ে জয়বাংলা শ্লোগান দিয়েছে জানেন? এই চাপাতিকোপ ট্রেনিং যে একদিন সকল বিরোধী নিধনে কতটা মূল্যবান হবে সে ধারণা আছে কি?আসুন, তনু,মিতু ও আফসানার মত আমরা এই নার্গিসকেও ভুলে যাই। নার্গিস মরার ছিল তাই মরেছে।আমরা চলো হেসেই বাঁচি।দেশটা গোল্লায় যাক। এই শপথে হোক সবার সুপ্রভাত।
https://www.facebook.com/MohammadMizanurRahmanBNS/photos/a.818999794823951.1073741828.817061015017829/1198063583584235
 

https://youtu.be/iZ-bFLjaRwQ

https://youtu.be/q-isfOupgh0

Share:

Social Counter

Social Counter

Blog Archive

বাংলাদেশ নাগরিক শক্তি. Powered by Blogger.

Text

Contact

  • Bangladesh Nagorik Shakti

Followers

Blog Archive